Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

নাটোরে ৩টি বাসে অগ্নিসংযোগ

সময় সংবাদ রিপোর্টঃ নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়ানো জি এম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের কর্মচারী নাজমুল হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি বাসে ধোয়া দেখতে পেয়ে সেখানে গিয়ে আগুন দেখতে পান। এসময় ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা ফায়ার স্টেশনে খবর দেয়। এসময় ওই বাসের পাশে দাঁড়ানো আরো দু’টি বাসে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরো জানান, তাদের ধারণা দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের পিছনের কলার বাগান দিয়ে এসে বাসে আগুন দিয়ে যায়। পিছন দিয়ে আসার কারণে সিসি টিভি ফুটেজে কোনো ছবি ধারন হয়নি।

বড়াইগ্রাম থানার ওসি সফিউল আযম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুবৃর্ত্তরা দাঁড়ানো এসব বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা

আরও খবর