Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৮.৯৬°সে

নারী চিকিৎসকদের অশ্লীল ছবি-ভিডিও পাঠানো ছিল তার নেশা

রোরায় আহমেদ ওরফে কামরুল

সময় সংবাদ রিপোর্ট: প্রথমে ইন্টারনেট থেকে নারী চিকিৎসকের ফোন নম্বর সংগ্রহ। পরে গভীর রাতে কল। আজেবাজে প্রস্তাব। প্রস্তাবে সাড়া না দিলে হোয়াটসঅ্যাপে পাঠাতেন অশ্লীল ছবি ও ভিডিও।অর্ধশতাধিক নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে রাজধানী থেকে একজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, অতিরিক্ত পর্নোগ্রাফিতে আসক্তির কারণেই পেশায় ব্যাংকার যুবক বেছে নিয়েছিলেন এ পথ।পেশায় চিকিৎসক এক নারীর মোবাইলে অপরিচিত নম্বর থেকে প্রায়ই ফোন আসে গভীর রাতে। দেওয়া হয় আজেবাজে প্রস্তাব। একটি নয়, একাধিক নম্বর থেকে আসতে থাকে ফোন। হোয়াটসঅ্যাপে পাঠানো হয় অশ্লীল ছবি। বাধ্য হয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে যোগাযোগ করেন ওই নারী চিকিৎসক।তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ শনাক্ত করতে সক্ষম হয় অভিযুক্তকে। গ্রেফতারের পর জানা যায়, একটি ব্যাংকে চাকরিরত সারোরায় আহমেদ ওরফে কামরুলের নেশাই নারী চিকিৎসকদের হয়রানি করা। তার মোবাইলে পাওয়া গেছে অসংখ্য নারীদের নম্বর এবং ডাউনলোড করা অশ্লীল কন্টেন্ট।

সময় সংবাদ লাইভকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নুসরাত জাহান মুক্তা বলেন, তার কাছ থেকে যে ডিভাইস পাওয়া গেছে সেটি পরীক্ষা নিরীক্ষা করে সত্যতা পাওয়া গেছে। মূলত এটি তার আসক্তি। তার আসলে নারী চিকিৎসকদের প্রতি এক ধরনের দুর্বলতা ছিল।পুলিশ বলছে, গুগলে লেডি ডক্টরস অব বাংলাদেশ নামে সার্চ দিয়ে প্রথমে মোবাইল নম্বর সংগ্রহ করতেন কামরুল নামে ওই যুবক। পরে তাদের পাঠাতেন নিজের গোপনাঙ্গের ছবি। তার এ অবস্থার জন্য দায়ী অতিরিক্ত পর্নোগ্রাফিতে আসক্তি।ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার শরীফুল ইসলাম বলেন, এ ধরনের অভিরুচি এসেছে আসলে পর্নোগ্রাফি আসক্তি থেকে। ছাত্রজীবন থেকে তার এ ধরনের আসক্তি ছিল। সে বিভিন্ন পর্নো নিয়ে লেখা বইও পড়ত।এ ধরনের পরিস্থিতির শিকার নারীদের লোকলজ্জার ভয় না পেয়ে ডিবির সাইবার ক্রাইমকে জানানোর অনুরোধ করেছেন পুলিশের এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

আরও খবর