Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৬.১৮°সে

নিত্যপণ্য ক্রয়ে দুই লাখ পরিবার পাচ্ছে বিশেষ কার্ড

প্রতীকী ছবি

সময় সংবাদ রিপোর্ট: আসন্ন রমজান উপলক্ষ্যে রাজশাহীতে দুই লাখ পরিবারকে বিশেষ কার্ড দেওয়া হবে। এই কার্ড দিয়ে তারা তেল, ডাল, চিনি ও ছোলা এই চারটি নিত্যপণ্য স্বল্পমূল্যে ক্রয় করতে পারবেন। গতকাল রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল একথা বলেন।তিনি আরো বলেন, তাদেরকে ট্রাকের পেছনে লাইন দিতে হবে না বরং একটি বিক্রয় কেন্দ্র থেকে তারা কেনাটাকা করতে পারবেন।’আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ বলেছেন, ‘ভোক্তা অধিকার আইন বিষয়ে আমরা যারা কম জানতাম, ভোক্তা অধিকার দিবসে সকলেই সচেতন হয়েছি। তবে শুধু নিজে সচেতন হলে চলবে না, অন্যদেরও সচেতন করতে হবে। দেশে আইনের অভাব নেই, কিন্তু এটি তৃণমূল পর্যায়ে জানিয়ে দিতে হবে। আমরা বিভিন্ন সভা-সেমিনারে সবসময় আইনের আধুনিকায়নের বিষয়ে কথা বলি, কিন্তু আমাদের বিশিষ্টজনরা মনে করেন আমাদের যে আইন আছে তা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়।

বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আবদুস সালাম, রাজশাহী চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও কেন্দ্রীয় ক্যাবের উপদেষ্টা খাদেমুল ইসলাম।উল্লেখ্য, সাধারণ মানুষের যেন কোনো কষ্টকর পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্য আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য দুই ধাপে সারাদেশে ১ কোটি পরিবারকে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি টিসিবির মাধ্যমে বিক্রয় করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর