Header Border

ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৯৬°সে

পবিত্র ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি

সময় সংবাদ রিপোর্ট: পবিত্র ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার ওমরাহ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে।সৌদি নাগরিক ও বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ দিনের জন্য আসা বিদেশি মুসল্লিরা সর্বোচ্চ তিনটি ওমরাহ পালন করতে পারবেন।প্রথমবার ওমরাহ পালনের পর কেউ দ্বিতীয়বার ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইতমারানা বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে দ্বিতীয়বার আবেদন করা যাবে।এর আগে সৌদি সরকারের এক নির্দেশনায় বলা হয়, সৌদি আরবে হজ করতে আসা অন্য দেশের মুসল্লিদের ক্ষেত্রে বয়স ১২ বা তার বেশি হতে হবে।একই সঙ্গে করোনার টিকা নেয়ার বিষয়টি তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন এসব নির্দেশনা জারি করা হয়েছে।এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রায় সাত মাস পর পুনরায় ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ওমরাহ পালন বন্ধ রাখা হয়।

গত মাসে ঘরে-বাইরে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ পুনরায় জারি করে সৌদি আরব। করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয় সৌদি কতৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আরও খবর