Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৬১°সে

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদেোর ১১২

*সময় সংবাদ লাইভ রির্পোটঃ আলী দাইয়ের ১০৯ গোলের রেকর্ড ভেঙেছেন আগেই। হয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এখন জাতীয় দলের হয়ে গোল করা মানেই নিজের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করা। আর সেই কাজটা খুব ভালোভাবেই করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই ম্যাচ পর জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাতারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। সে ম্যাচে একটি গোল করায় রোনালদোর গোল সংখ্যা এখন ১১২। ৩৫তম মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। তবে দুই মিনিটের ব্যবধানে আক্ষেপ ঘোচান রোনালদো। ৩৭ তম মিনিটে গোল করে দলকে এনে দেন লিড। বাইলাইনের কাছ থেকে দালোতের হেড ক্লিয়ার করতে ব্যর্থ হন সালমান। ছয় গজ বক্সে বল পেয়ে সহজেই জালে পাঠান অরক্ষিত রোনালদো।বিরতির পর রোনালদোর বদলি নামেন রাফায়েল লিয়াও। নুনো মেন্দেসের জায়গায় নেলসন সেমেদো।৪৮তম মিনিটে হোসে ফন্তের গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল ।অন্তিম মুহূর্তে স্কোরলাইন ৩-০ করেন আন্দ্রে সিলভা। লিয়াওয়ের ক্রসে হেডে গোলটি করেন লাইপজিগের এই ফরোয়ার্ড।গত ৪ঠা সেপ্টেম্বর আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়েছিল পর্তুগাল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
কবি বন্ধু দেলোয়ারের ’’অপেক্ষার সীমানায়’’
বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আহ্বান
গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
সাত ব্যাংকেই ৩৬ হাজার কোটি টাকার ঋণ সালমান এফ রহমানের
এ বছর বেশি শীত অনুভূত হওয়ার কারণ কী ?

আরও খবর