Header Border

ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৯৬°সে

পুরোপুরি নিভেছে নিউ সুপার মার্কেটের আগুন

সময় সংবাদ রিপোর্টঃ    প্রায় ২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টা নাগাদ আগুন নির্বাপণ সম্পন্ন হয়।এর আগে গতকাল দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, সকাল ৯টা ১০ মিনিটের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ এসেছে। তবে পুরোপুরি নির্বাপণ হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে অগ্নিনির্বাপণকালে ফায়ার সার্ভিসের ২৫ জনসহ মোট ৩১ জন অসুস্থ হয়ে পড়েন।ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর আসে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের টিম। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পৌনে ৪ ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনা, নৌ ও বিমান বাহিনী। আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ সদস্যরা।বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন না পেরোতেই আগুন লাগে রাজধানীর অন্যতম ব্যস্ত ঢাকা নিউ সুপার মার্কেটে। ওই ঘটনায় বন্ধ হয়ে যায় ওই এলাকার সব মার্কেট।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর