সময় সংবাদ রিপোর্ট : একে তো রমজান তার ওপর সপ্তাহ ধরে তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজশাহীর জনজীবন। চলতি সপ্তাহে বৃষ্টির আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।বৈশাখের প্রথম থেকেই রাজশাহীতে তীব্র দাবদাহ চলছে। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। বেলা বাড়তেই তেতে উঠছে পথঘাট। এমন আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা মানুষের। ঘরেবাইরে কোথাও স্বস্তি মিলছে না।স্থানীয়রা বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। এদিকে, তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে অনেকে পুকুর বা নদীতে নেমে পড়ছেন। একপশলা বৃষ্টির অপেক্ষায় নগরবাসী। তারা বলেন, এত গরম যে, কোনো জায়গায় থাকা যাচ্ছে না ,এদিকে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মিয়াঁ চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার আভাস দিলেন।জেলায় গত শুক্রবার এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।