Header Border

ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৫.৯৬°সে

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পোড়া কাপড় কিনতে চায় বিদ্যানন্দ

সময় সংবাদ রিপোর্টঃ  রাজধানীর পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচ হাজারের মতো দোকান। অধিকাংশ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিছু কিছু পোশাক রয়েছে যেগুলো সামান্য পুড়েছে, পানিতে ভিজেছে বা পোড়ার দাগ লেগেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এসব পোশাক উদ্ধার করে রাখছেন।

এসব কাপড় কিছুটা পড়ার উপযোগী থাকলেও বিক্রি করা দুসাধ্য হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ধরনের পোশাকগুলো কিনে নিতে চায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

গতকাল অগ্নিকাণ্ডের সময় আগুন নেভানো ও মালামাল উদ্ধারে অংশ নেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বেশ কিছু স্বেচ্ছাসেবক। তারা জানান, শুধু আগুন নেভানো বা মালামাল উদ্ধার নয়, পরার উপযোগী ক্ষতিগ্রস্ত কাপড়গুলোও কিনে নিতে চান তারা। এ জন্য তারা বেশ কিছু ব্যবসায়ীর মোবাইল নাম্বার সংগ্রহ করেছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে তারা ওইসব ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করবেন।

বিদ্যানন্দের ফেসবুক পেজে জানানো হয়েছে, তাদের এই মানবিক উদ্যোগে অংশ নিতে এরইমধ্যে দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে অনেকে যোগাযোগ করেছেন। তারাও এসব কাপড় কিনতে চান বলে জানিয়েছেন। তারা ঈদের অন্যান্য পোশাকের পাশাপাশি রাখতে চান এ ধরনের একটি কাপড়। অনেকে মন্তব্য করেছেন, হয়তো পোশাকটি তারা পরবেন না, তবে সেটি অনেক যত্ন করে রেখে দেবেন স্মৃতি হিসেবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আরও খবর