Header Border

ঢাকা, শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬.৯৬°সে

বরিশালে লকডাউন এর বিরুদ্ধে রিক্সা শ্রমিক দের রিক্সা শোডাউন।

সময় সংবাদ লাইভ রির্পোটঃআজ ১৭.০৪.২০২১ রোজ শনিবার দুপুর ১২ টার দিকে লকডাউন এর বিরুদ্ধে শোডাউন পরিচালনা করে।

রিক্সা শ্রমিক এক নেতার সাথে কথা বলে যানা যায়। যে তারা বর্তমান লকডাউন মানতে রাজি না কারন তাদের ঘরে খাবার নাই। তারা কোন সরকারী অনুদান পাচ্ছে না। তাদের না খেয়ে দিন পার করতে হচ্ছে।

রিক্সা শ্রমিক নেতা, আর একজনের সাথে কথা বললে তিনি বলেন আমরা লকডাউন মানতে রাজি কিন্তু তাদের এক মাসের খাবার দিতে হবে।

একজন রিক্সা চালক খোকনের সাথে কথা বলে যানা যায় যে, রাস্তায় অটো তো চলেই শুধু আমরা রিক্সা নিয়ে বের হলেই পুলিশ ও ম্যাজিস্ট্রেট আমাদের জরিমানা করে। এমনকি আমরা গলির ভিতরে ও চালাতে পারি না। এরকম হলে আমার রিক্সাচালকরা কিভাবে চলবো আর সামনে ঈদ আসছে।
আর একজন রিক্সা চালক বলেন সব আইন আমাদের জন্যে। আমরা কি খাবো তার খবর কেউ রাখে না।
সরব পরি তারা যদি খাবারের নিশ্চয়তা পায় তাহলে তারা ও লকডাউন মানতে রাজি অন্যথায় তার লকডাউন ভেংঙ্গে রাস্তায় নামতে বাদ্য হবে।

সোহেল মাহমুদ, 

নলছিটি প্রতিনি।

সময় সংবাদ লাইভ /১৭এপ্রিল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস

আরও খবর