Header Border

ঢাকা, বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

বরিশালে হোটেল বন্ধ : বিএনপি নেতাকর্মী থাকছেন শহরের বাইরে

সময় সংবাদ রিপোর্ট : চার বিভাগের পর আগামী শনিবার বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) জনসভা করার অনুমতি পেয়েছে দলটি। গতকাল সোমবার বিকেলে এ অনুমতি দেয় জেলা প্রশাসন। তবে মহাসমাবেশ নিয়ে কিছুটা চিন্তিত বরিশাল বিএনপির নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সভাপতি বলেন, আমাদের জনসভায় ঢাকা ও বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এসে যেন হোটেল বা রুম ভাড়া নিয়ে থাকতে না পারেন, সে জন্য নগরী ও আশপাশের হোটেলগুলো বন্ধ করে দিয়েছে সরকার। তাই গণসমাবেশে যোগ দিতে দলের নেতাকর্মীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। শহরের হোটেলগুলোতে না থাকতে পারলেও শহরের বাইরে অবস্থান করছেন তারা।

জেলা প্রশাসনের এনডিসি মুশফিকুর রহমান জানান, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ৭ নভেম্বর সেখানে একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এ কারণে উদ্যানের অর্ধেক ছেড়ে দিয়ে তাদের সমাবেশ করার জন্য বলা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবীর বলেন, বেলস পার্ক মাঠে সভা করার জন্য আমরা লিখিতভাবে অনুমতি চেয়েছিলাম। জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি এই মাঠে সভা করার অনুমতি দিয়েছেন। এই মাঠে বিভাগীয় জনসভা করার অনুমতি চেয়েছিলাম, সেটাই হয়েছে।

এদিকে, মহাসমাবেশ ঘিরে বরিশালজুড়ে চলছে ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড লাগানোর কাজ। নগরীর বিবিপুরের পাড়, জেলা স্কুল মোড়, বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক), নথুল্লাবাদ, আমতলা মোড়সহ বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। নগরীর বাইরেও এ বিভাগের বিভিন্ন উপজেলায় লাগানো হচ্ছে মহাসমাবেশের বিলবোর্ড-ব্যানার। তাই ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। জনগণকে কেউ ঠেকাতে পারবে না। সমাবেশ বানচাল করতে সরকার পরোক্ষভাবে হরতাল ডাকছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, আমরা সরকার পতনের আন্দোলনে নেমেছি। মুক্তিযুদ্ধের সময় মানুষকে দেশ রক্ষায় ঠেকানো যায়নি। এ যুদ্ধেও সরকারের কোনো কৌশলই জনসমাবেশে মানুষ আসা আটকাতে পারবে না। আপনারা তা দেখতে পারবেন।

বরিশাল মহানগর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেত্রী আফরোজা খানম নাসরিন বলেন, মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

আরও খবর