Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৯.৯৬°সে

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কুস্তিতে আনসারের তিনটি সোনা

সময় সংবাদ লাইভ রিপোর্ট ঃ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে কুস্তি ডিসিপ্লিনে ইভেন্টের দ্বিতীয় দিনে শনিবার চারটি ইভেন্টের ফল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ আনসার তিনটি ও বাংলাদেশ সেনাবাহিনী একটি  স্বর্ণপদক পেয়েছে।৫৩ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশ আনসারের মাশিনু মারমা স্বর্ণপদক জিতেছেন। রৌপ্যপদক জিতেছেন সেনাবাহিনীর ফরিদা ইয়াসমিন। আর ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ পুলিশের রহিমা ও খুলনার সুমি ইসলাম।৫৭ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশ আনসারের রেজিয়া সুলতানা স্বর্ণপদক জিতেছেন। সেনাবাহিনীর হালিমা রৌপ্যপদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশের হাবিবা ও রাজশাহীর তাসলিমা ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ৫৯ কেজি ওজন শ্রেনীবাংলাদেশ সেনাবাহিনীর শারমিন আক্তার স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ আনসারের মরিয়ম আক্তার পেয়েছেন রৌপ্যপদক। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ পুলিশের পুষ্পলতা রায় ও কুমিল্লার নিপা চাকমা।৬২ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশ আনসারের শুকান্তি বিশ্বাস স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর আফসানা ইয়াসমিন রৌপ্যপদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশের রুপা বিশ্বাস ও যশোরের কমলা আক্তার ব্রোঞ্জ পদক জিতেছেন।

বডি বিল্ডিংয়ে দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণ রফিকুলের : বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং  ইভেন্টের দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণ জিতেছেন মো. রফিকুল ইসলাম। মেনস ফিজিক ১৭৩+ উচ্চতা শ্রেণীতে স্বর্ণ জিতে নেন রাজশাহী গোল্ডেন জিমের রফিকুল।রৌপ্য পেয়েছেন বাংলাদেশ আনসারের মাহাদী চৌধুরী। ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম মুন্না নাইট্রিক জিমের তারেক মহিউদ্দিন। মেনস সিনিয়র ফিজিক বডিবিল্ডিং ৫৫ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের মো. মুন্না। রৌপ্য পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এস কে পান্না। ব্রোঞ্জ জিতেছেন ঢাকা জিমের সজীব আহমেদ সামীর।মেনস সিনিয়র ফিজিক বডিবিল্ডং ৬০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের কবিরাজ মো. নাজিম  খান। রৌপ্য জেতেন ঢাকা গ্যালাক্সি জিমের মো. সোহান হোসেন। ব্রোঞ্জ পেয়েছেন মাসল জিমের গোলাম মোস্তফা রাব্বি।

র‌্যাপিড দাবায় সেরা জিয়াউর রহমান ও রানী হামিদ : বাংলাদেশ গেমসের র‌্যাপিড দাবায় স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে শুরু হওয়া পুরুষ একক র‌্যাপিড দাবার পুরুষ বিভাগে আনসারের  আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রৌপ্য ও বাংলাদেশ পুলিশের গ্রান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ব্রোঞ্জ জেতেন। মহিলা একক র‌্যাপিড দাবায় রৌপ্য জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং ব্রোঞ্জ  জিতেছেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর