Header Border

ঢাকা, মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২২.৯৬°সে

বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা হাতেনাতে আটক

সময় সংবাদ রিপোর্টঃ রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন মামুন মজুমদার (৩৫) নামের এক ব্যক্তি। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে র‍্যাব-১’র সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেন।

র‍্যাব-১’র পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, ‘আবদুল্লাহপুর থেকে মিরপুরগামী প্রজাপতি পরিবহনের একটি বাসে যাত্রী সেজে ওঠেন দুই ব্যক্তি। তখন বাসে চালক ছিলেন আর চালকের সহকারী বাইরে যাত্রীদের ডাকাডাকি করছিলেন। এ সময় ওই দুজন বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পাশে থাকা র‍্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে তাদের একজনকে আটক করেন।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, মামুন নাশকতার উদ্দেশে মোটরসাইকেল থেকে হাফ লিটার পেট্রোল নিয়ে প্রজাপতি নামের ওই বাসটিতে চড়ে বসে। বাসটি আব্দুল্লাহপুর আসলে পেছনের সিটে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পালানোর চেষ্টা করে সে। এ সময় র‌্যাবের নজরদারিতে ধরা পড়ে যায়।

বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন আজ। গতকাল রবিবার প্রথম দিনে সারা দেশে অন্তত পাঁচ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

আরও খবর