Header Border

ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.৯৬°সে

বিএনপি-যুবলীগের সমাবেশ ঘিরে কক্সবাজারে ১৪৪ ধারা

আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি

সময় সংবাদ রিপোর্টঃ কক্সবাজার শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার ভোর থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের শহীদ স্বরণি সড়ক ও এর আশেপাশের এলাকায় এই ধারা বলবৎ থাকবে বলে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান জানান।এর আগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহীদ স্বরণি সড়কে সোমবার দুপুর ১টায় সমাবেশ ডাকে কক্সবাজার জেলা বিএনপি।একই সময় পাশের শহীদ মিনারের সামনে কক্সবাজার জেলা যুবলীগও সমাবেশের ডাক দেয়। পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।আবু সুফিয়ান বলেন, কক্সবাজার শহরে মাত্র ৩০ থেকে ৫০ গজ দূরুত্বে একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। কক্সবাজার শহরের শহীদ স্মরণীতে জেলা বিএনপির কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে ২০০ গজ ব্যাসার্ধের এলাকা জুড়ে প্রশাসনের এই নির্দেশনা কার্যকর থাকবে। ওই এলাকায় যে কোন ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”

প্রশাসনের জারি করা নির্দেশনা বাস্তবায়নে ঘটনাস্থলে ও মাঠে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে জানিয়ে তিনি বলেন, “নির্দেশনা যারা অমান্য করবে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর বলেন, “গত ৩০ ডিসেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে তাদের এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বিজয় মেলার অনুষ্ঠানের আয়োজন থাকায় তা পেছানো হয়। পরে ওই কর্মসূচি পালনের জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করে স্থান হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারকে নির্ধারণ করা হয়।এদিকে সমাবেশে অংশ নিতে এরইমধ্যে কক্সবাজারে কেন্দ্রীয় নেতারা পৌঁছেছেন বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না জানিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতারা এখন কক্সবাজারে অবস্থান করছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর