Header Border

ঢাকা, শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

বিজেপি সরকার গণতন্ত্র ও সংবিধান মানছে না: মমতা

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ  ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ‘নরেন্দ্র মোদির সরকার  কোনও যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না। কোনও সংবিধান মানছে না। বিজেপি সরকার যখন যা ইচ্ছে তাই করছে, আর আইন দেখাচ্ছে। (সাবেক প্রধানমন্ত্রী)রাজীব গান্ধীর ৪০০ এমপি ছিল কিন্তু এসব করতে সাহস পায়নি। আর বিজেপি ৩০০ এমপি নিয়ে, তাও অতটাও নয়, কিছু কিছু পার্টি কখনও কখনও স্বার্থ দিয়ে ওদের সমর্থন করে। তাই নিয়ে যখন যা ইচ্ছে আইন করছে। ওঁরা আচমকা কখনও নোট বাতিল করছে, কখনও কোভিড জনিত আচমকা লকডাউন করেছে। দেশের বিভিন্ন সরকারি সংস্থা বিএসএনএল বিক্রি, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়া হচ্ছে। অনেক সংস্থা বেসরকারিকরণ করা হচ্ছে।’

মমতা হিন্দুত্ববাদী আরএসএসের সমালোচনা করে বলেন, ‘আরএসএসকে আমি হিন্দু ধর্মের প্রবর্তক মনে করি না। আমি রামকৃষ্ণ পরমহংসকে, সারদা মাকে মনে করি। আরএসএসের সবাই খারাপ তা নিশ্চই বলব না। কিন্তু মনে রাখবেন গান্ধীজির হত্যাকারীদের সাথে যারা ঘর করে, তাঁদের বিষয়ে গান্ধীজির ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বলি, আমরা ঘর করি না।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ওঁরা একটা নতুন হিন্দু ধর্মের আমদানি করছে। সেই হিন্দু ধর্মটা আমাদের হিন্দু ধর্ম নয়। ওঁরা একটা ঘৃণ্য ধর্মকে হিন্দু ধর্ম বলে চালানোর চেষ্টা করছে। যার সাথে আপনার, আমার কারও যোগাযোগ নেই। এটা বিজেপির একটা বড় খেলা।’

তিনি বলেন, ‘ওঁরা যখনই কোনও বড় দাঙ্গা করে তখন ওরা তার সাথে আরেকটা প্ল্যান করে। কৃষি আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে সেজন্য নাটক নাটক খেলা চলছে। কখনও বলবে পাকিস্তান আমাকে আক্রমণ করছে, কখনও বলবে ইসরাইল আমাকে আক্রমণ করছে, কখনও বলবে নেপাল আমাকে আক্রমণ করছে সবাই এক হও। আর  চাষিদের কথা ভুলে যাও!’ প্রত্যেকটা আন্দোলনকে নষ্ট  করার জন্য ওদের পকেটে একটা করে চাবিকাঠি আছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল !
‘পৃথিবীর কোনো শক্তিই আমাদের বিরত রাখতে পারবে না’-নেতানিয়াহু
বাংলাদেশী নাবিকদের হত্যার হুমকির জলদস্যুদের
রমজানে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশ
জেলেনস্কির সঙ্গে বৈঠকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আরও খবর