Header Border

ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৬.৯৬°সে

বিতর্কিত তাজরীন ফ্যাশন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনকে কমিটির সভাপতি করায় সংগঠনটির ভেতরে ক্ষোভ

তাজরীন ফ্যাশন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনকে

সময় সংবাদ রিপোর্ট : ঘটা করে সম্মেলনের মাধ্যমে কমিটি দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা। তবে বহুল বিতর্কিত তাজরীন ফ্যাশন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনকে কমিটির সভাপতি করায় সংগঠনটির ভেতরে ক্ষোভ বিরাজ করছে। নতুন নেতাদের বিরুদ্ধে আছে আরও নানা অভিযোগ। সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, কমিটি ঘোষণা হলেও প্রয়োজনে পুনরায় যাচাই-বাছাই করা হবে। এদিকে বিতর্ক এড়াতে এখনো ঘোষণা হয়নি দক্ষিণের কমিটি।জানা যায়, রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে গত ১১ মে সম্মেলনের মাধ্যমে মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি করা হয় সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গার্মেন্টস ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রস্তুত কমিটির সদস্য সচিব আবদুল জলিল। অভিযোগ আছে- সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অর্থবাণিজ্য করেই তারা মৎস্যজীবী লীগে সম্পৃক্ত হয়েছেন। ভাগিয়ে নিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ। এমনকি সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতকে প্রাধান্য না দিয়েই তাদের নির্বাচিত করা হয়।এ বিষয়ে মৎস্যজীবী লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাঈদুর রহমান ও সাধারণ সম্পাদক আজগর লস্করসহ আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা এ কমিটি বাণিজ্যের সঙ্গে যুক্ত। সংগঠনের ভেতর সাঈদুর ও আজগর দুই ধারায় বিভক্ত হয়ে কাজ করলেও কমিটি বাণিজ্যের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি আজকের অবস্থায় এসেছে। কিন্তু ব্যক্তিস্বার্থে সংগঠনটিকে প্রশ্নবিদ্ধ করছেন এ দুই নেতা।’ মৎস্যজীবী লীগের এ নেতা অভিযোগ করেন, ঢাকা উত্তরের সভাপতি নির্বাচিত করা দেলোয়ার যে তাজরীন গার্মেন্টসের মালিক, এ বিষয়টিও অনেকের কাছে গোপন রেখেছেন সংগঠনের দুই শীর্ষনেতা।

আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরীন ফ্যাশনে ২০১২ সালের ২৪ নভেম্বরের অগ্নিকা-ের ঘটনায় ১১৩ জন মারা যান। আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন অনেকে। ঘটনার পর প্রশাসনসহ আওয়ামী লীগ নেতাদের ভাষ্য ছিল- আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। মামলা হলেও ঘটনার ১০ বছরেও শেষ হয়নি বিচার। তবে হাইকোর্টে তাজরীন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনের পাসপোর্ট জব্দ আছে।মৎস্যজীবী লীগের সম্পাদক পর্যায়ের এক নেতা  বলেন, ‘বড় অঙ্কের টাকার বিনিময়ে দেলোয়ারের মতো এমন একজন ব্যক্তিকে আওয়ামী রাজনীতিতে প্রবেশ করিয়ে তাকে নিরাপদে নেওয়ার চেষ্টা চলছে। এটি আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপন্থী।’ সংগঠনটির দুই কেন্দ্রীয় নেতার দাবি- তাজরীন ফ্যাশন গার্মেন্টসের কর্ণধার দেলোয়ার হোসেন বিএনপি-জামায়াতের সময়ে বাড্ডার বিএনপি নেতা কাইয়ুম কমিশনারের সঙ্গে রাজনীতি করেছেন। সম্মিলিতভাবে ব্যবসাও করেছেন। মৎস্যজীবী লীগ তুলনামূলক কম আলোচিত সংগঠন হওয়ায় এর মধ্য আওয়ামী রাজনীতিতে প্রবেশের মধ্য দিয়ে তাকে পুনর্বাসিত করা হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান  বলেন, ‘আমি ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেছি। ১৯৭৫ সালের আগে থেকে আজ অবধি রাজনীতিতে যুক্ত। দেলোয়ার হোসেনকে কখনো আওয়ামী লীগের রাজনীতিতে দেখিনি।’ বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপি-জামায়াতের সময়ে পুরো বাড্ডা এলাকা নিয়ন্ত্রণ করতেন কাইয়ুম সাহেব। সেই সময়ে দেলোয়ার হোসেন এখানে গার্মেন্টসের ব্যবসা করতেন, সে কারণে কাইয়ুম কমিশনারের সঙ্গে মিল রেখেই চলতেন। তবে সরাসরি রাজনীতি করতে দেখিনি।’মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি সাঈদুর রহমান অবশ্য দেলোয়ারের বিরুদ্ধে থাকা অভিযোগকে অস্বীকার করেন। এদিকে সংগঠনের সাধারণ আজগর লস্কর  বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা আরও জানার চেষ্টা করব। তার পর বিস্তারিত কথা বলব।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর