সময় সংবাদ রিপোর্টঃ সেন্ট লুসিয়ায় বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের আগেই শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। দিনশেষে টাইগাররা ক্যারিবীয়দের তুলনায় পিছিয়ে আছে ৪২ রানে। হাতে আছে আর মাত্র ৪ উইকেট।ড্যারেন সামি স্টেডিয়ামে রোববার (২৬ জুন) ৬ উইকেট হারিয়ে সাকিব বাহিনীর সংগ্রহ ১৩২ রান। ১৪ বল মোকাবিলায় ১৬ রানে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান। অন্যপ্রান্তে মেহেদী হাসান মিরাজ ১৩ বল মোকাবিলা করলেও পাননি রানের দেখা।এর আগে ক্যারিবীয়দের চেয়ে প্রথম ইনিংসে ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে কেমার রোচের সুইংয়ে কাবু হয়ে একে একে প্রথম তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এরপর চতুর্থ উইকেট জুটিতে শান্তর সঙ্গে দলের হাল ধরতে ব্যর্থ হন লিটনও।
শান্ত ফের সাকিবের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহটা শতরানে পৌঁছে দেন। ততক্ষণ পর্যন্ত সাচ্ছন্দ্যেই ব্যাট করছিলেন এই ব্যাটার। কিন্তু ইনিংসের ৩০তম ওভারে এসে আলজারি জোসেফের অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা লাগিয়ে স্লিপে ধরা পড়েন। আর তাতে থামে তার ৪২ রানের ইনিংস। ৯১ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ৮টি চারের মার।এরপর সাকিবকেও সাজঘরের পথ দেখান জোসেফ। উইকেট নেয়ার চেয়ে অবশ্য এখানে উইকেট দেয়ার কৃতিত্বটাই বেশি। টাইগার অধিনায়ক শান্তর চেয়ে আরো একধাপ এগিয়ে স্লিপে থাকা ফিল্ডারকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ৩২ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ১৬ রান।এদিকে প্রথম ইনিংসে ৪৬ রানে আউট হওয়া তামিম দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান করে ফেরেন সাজঘরে। ইনিংসের তৃতীয় ওভারে কেমার রোচের করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে কাট করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন তিনি। তিন ওভার বিরতি দিয়ে ফের বোলিংয়ে এসে রোচ শিকার করেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে। অফ স্টাম্পের বল ব্যাটের কানায় লেগে তিনি ধরা পড়েন থার্ড স্লিপে। ২১ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ১৩ রান।
এরপর বিজয় ৭ বল মোকাবিলায় ৪ রানের ইনিংস খেলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন। তার আউটটি ছিল অবশ্য দুর্ভাগ্যজনক। রোচের বল তার প্যাড ও ব্যাটের মাঝ দিয়ে স্লিপে ধরা পড়লে, আম্পায়ার ক্যাচ মনে করে আউট দেন। এরপর বিজয় রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে নয়, প্যাডে লাগে। কিন্তু আম্পায়ার্স কলের গ্যাড়াকলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে তাকে বিদায় নিতে হয় ক্রিজ থেকে।বিজয়ের পর লিটনও বিদায় নেন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। ইনিংসের ২০তম ওভারে জেইডন সিলসের করা অফ স্টাম্পের বল ইনসুইং হয়ে লিটনের প্যাডে হিট করে। ক্যারিবীয়রা আবেদন জানালে আম্পায়ার তাতে সাড়া দেননি। পরক্ষণে তারা রিভিউ নিলে সিদ্ধান্ত যায় লিটনের বিপক্ষে। ৩২ বল মোকাবিলায় ২ চারের সাহায্যে ১৯ রান করে সাজঘরে ফেরেন তিনি।এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ক্যারিবীয়দের ইনিংস থামে ৪০৮ রানে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১৪৬ রানের ইনিংস খেলেন কাইল মেয়ার্স। ২০৮ বল মোকাবিলায় ১৮ চারের সঙ্গে তার ব্যাট থেকে আসে ২টি ছক্কার মার। এছাড়া অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৭ চারের সাহায্যে খেলেন ৫১ রানের ইনিংস।বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ক্যারিয়ার সেরা ৫টি, মিরাজ ৩টি ও শরিফুল ২টি উইকেট নিয়েছেন। তবে সাকিব আল হাসান ও এবাদত হোসেন কোনো উইকেটের দেখা পাননি।