Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

বৃষ্টি কমার সম্ভাবনা নেই কয়েকদিনেও

সময় সংবাদ লাইভ রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে আরো কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে জোয়ারের পানিতে উপকূলবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে তারা। ফলে বন্যাপ্লাবিত অঞ্চলে ভোগান্তি বৃদ্ধি পেতে পারে।

আজ ২৩ আগস্ট, রবিবার সকালে দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আগামী ৪৮ ঘন্টায়ও বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই। বৃষ্টির চাপ বেশি থাকবে দেশের দক্ষিণাঞ্চলে।

ভারী বৃষ্টিপাতে উপকূলীয় জেলাগুলো ১ থেকে ২ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে উল্লেখ করে পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতেও বলেছে অধিদপ্তর।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টিপাতের কারণে দেশের উপকূলীয় জেলা ও মধ্যাঞ্চলের নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তবে চলমান বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর