Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৮.১৭°সে

ভারতকে উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ছবি : সংগৃহীত

সময় সংবাদ রিপোর্ট: কেপটাউন টেস্টের তৃতীয় দিনেই জয়ের আশা জাগিয়ে তোলে দক্ষিণ আফ্রিকা। গতকাল শুক্রবার চতুর্থ দিনে সারে স্রেফ আনুষ্ঠানিকতা। টপ অর্ডারদের দৃঢ়তায় সহজেই ভারতকে উড়িয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিল প্রোটিয়ারা।সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ভারতকে সাত উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ডিন এলগারের দল।জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের লক্ষ্য দেয় ভারত। ওই লক্ষ্যের কাছাকাছি যাওয়ার অর্ধেক কাজ তৃতীয় দিনেই সেরে রাখে স্বাগতিকেরা। ৮ উইকেট হাতে রেখে কাল চতুর্থ দিন স্বাগতিকদের জিততে দরকার ছিল ১১১ রান। সে লক্ষ্যে নেমে শুধু পিটারসেনের উইকেটই হারায় তারা। এরপর টেম্বা বাভুমা ও রাসি ফন ডার ডাসেনের ব্যাটে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।প্রথম ইনিংসে ১৬৬ বলে ৭২ রানের দারুণ ইনিংসের পর এবার ১১৩ বলে ৮২ রান করেন পিটারসেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনিই। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে ৪১ রান করেন রাসি ফন ডার ডাসেন। ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন টেম্বা বাভুমা।এর আগে গত বৃহস্পতিবার কেপটাউনে টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে থামে ভারত। সেঞ্চুরি করেই অপরাজিত ছিলেন পন্থ। বাকিরা ব্যাট হাতে সফল হতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন বিরাট কোহলি। ১০ রান করেন লোকেশ রাহুল। বাকিরা কেউ দশের ঘর পার করতে পারেননি। আগের দিনের ১৩ রানের লিডসহ দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের লক্ষ্য দিতে পেরেছিল ভারত। সে লক্ষ্য তাড়া করে সহজ জয় পেয়ে যায় প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস : ২২৩

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২১০

ভারত ২য় ইনিংস : (আগের দিন ৫৭/২) ৬৭.৩ ওভারে ১৯৮ (পুজারা ৯, কোহলি ২৯, পান্ত ১০০*, অশ্বিন ৭, শার্দুল ৫, উমেশ ০, শামি ০, বুমরাহ ২; রাবাদা ১৭-৫-৫৩-৩, অলিভিয়ের ১০-১-৩৮-০, ইয়ানসেন ১৯.৩-৬-৩৬-৪, এনগিডি ১৪-৫-২১-৩, মহারাজ ৭-১-৩৩-০)।

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : (লক্ষ্য ২১২) (আগের দিন ১০১/২) ৬৩.৩ ওভারে ২১৩/৩ (পিটারসেন ৮৩, ফন ডার ডাসেন ৪১*, বাভুমা ৩২*; বুমরাহ ১৭-৫-৫৪-১, শামি ১৫-৩-৪১-১, উমেশ ৯-০-৩৬-০, শার্দুল ১১-৩-২২-১, অশ্বিন ১১.৩-১-৫১-০)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা।

ম্যান অব দ্য ম্যাচ : কিগান পিটারসেন।

ম্যান অব দ্য সিরিজ : কিগান পিটারসেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর