Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩০.৬৭°সে

ভালো পারফর্মেন্স যেন সমালোচনার ব্যস্তানুপাতিক

সময় সংবাদ লাইভ রির্পোটঃটি২০ বিশ্বকাপ শুরুর আগে যতটা আত্ববিশ্বাসী ছিলো বিশ্বকাপে মাঠে পা রেখে ততটাই যেন ভেঙে পরেছে বর্তমান টিম টাইগার্স।

এদিকে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলছেন বাঘের সমার্থক রা।বাঙালী যেন অনুপ্রেরণা শব্দটা ভুলেই গিয়েছে এই বিশ্বকাপে।তবে ছেড়ে কথা বলেন নি সাকিব,মুশফিক,রিয়াদরাও। এবার সমার্থকদের প্রতিটি কথার জবাব দিয়ে যাচ্ছেন গুনে গুনে।মুশফিক তো বলেই ফেললেন নিজের চেহারা আয়নায় দেখে সমালোচনা করার জন্য।কথাটা অনেক দামি মনে হতো যদি সুপার টুয়েলভ এর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড কে হারাতে পারতো বাংলাদেশ কিন্তু সেখানেও হতাশার জন্ম দিয়ে সমার্থকদের সমালোচনাকে বাড়িয়ে দিলো টিম টাইগার্স।

সমালোচনার তীব্রতা যত বাড়ছে টাইগারদের পারফর্মেন্স ততই খারাপ হচ্ছে।প্রথম ম্যাচে খারাপ ফিল্ডিং এবং বোলিং এর কারনে সমালোচনা হচ্ছিল কিন্তু ইংল্যান্ড এর বিপক্ষে ব্যাটিং নিয়েই যেন সব সমালোচনা।অর্থাৎ কোন সেকশন ই বাদ পরবে না  সমালোচনার হাত থেকে।

এবার বিশ্বকাপে টাইগাররা অনুপ্রেরণা পেয়েছে বলে মনে হচ্ছে না।শ্রীলঙ্কার সাথে নিজেদের হাতের মুঠোয় থাকা ম্যাচটি হারার পরে চুলছেড়া বিশ্লেষন করেন ওই ম্যাচ নিয়ে।সমার্থকদের বিশ্লেষনের পরে যে বিষয়টা বেড়িয়ে আসে সেটা৷হচ্ছে লিটন দাসের ক্যাচ মিস।বাংলাদেশ টিমের সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম একজনের কাছ থেকে এরমকম ক্যাচ মিস আশা করা যায় না।

তবে কিছু কিছু সমার্থকদের মতে একটা টিমের খারাপ সময় যেতেই পারে তাই বলে তাদের সমালোচনা নয়। পাশে থাকাই জরুরী বলে মনে করেন।সমালোচনা কখনো ভালো ফলাফল বয়ে আনতে পারে না।বরং খেলোয়াড়দের আত্ববিশ্বাস নষ্ট করে।অনুপ্রেরণা নিয়ে পাশে থাকার মাধ্যমেই ভালো পারফর্মেন্স ফিরিয়ে আনা সম্ভব।বাংলাদেশ দলের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে থেকে অনুপ্রেরণা দিলে হয়তো হাসি ফুটবে টাইগার সমর্থকদের মুখে।

আব্দুল্লাহ আল ফয়সাল, সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর