সময় সংবাদ রিপোর্ট : রাজধানীর কোতোয়ালি ন্যাশনাল হাসপাতালের সামনের রাস্তায় ভিক্টোরিয়া পরিবহনের ধাক্কায় একই পরিবহনের সিরাজ (৪৫) নামে এক কন্ডাক্টর নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সাড়ে দশটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সিরাজের বাড়ি ময়মনসিংহ গৌরীপুর উপজেলায়। পরিবার নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় থাকতেন।
ভিক্টোরিয়া পরিবহনের বাস চালক মোহাম্মদ ওয়াসিম জানান, সকালে তারা বাস নিয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন পেছন থেকে একই পরিবহনের আরেকটি বাস এসে সিরাজকে ধাক্কা দেয়। এতে আহত হলে তাকে সঙ্গে সঙ্গে পাশেই ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সিরাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।