Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৪৬°সে

ভুল সেটের প্রশ্নে ৪৩৯ পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ, কেন্দ্র সচিব বরখাস্ত

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি)

সময় সংবাদ রিপোর্টঃ মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলায় ভুল সেটের প্রশ্নে ৪৩৯ জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে। এ ঘটনায় টংগীবাড়ি পাইলট গার্লস হাই স্কুলের কেন্দ্র সচিব মো: হাবিবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।জেলা শিক্ষা অফিসার মো: বেনজীর আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই কেন্দ্রের অধীনে বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়, টংগীঙ্গবাড়ি পাইলট গার্লস হাই স্কুল, সোনারং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণ ভিটা উচ্চ বিদ্যালয় ও রংমেহের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বিকেল ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ পরীক্ষা দেয়। ওই কেন্দ্রের অধীনে সোনারং উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় ৩ নম্বর সেটের পরিবর্তে ১ নম্বর সেটের প্রশ্ন সরবরাহ করা হয়। এই ভেন্যুতে মোট ৭টি স্কুলের ৪৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

জেলা শিক্ষা অফিসার মো: বেনজীর আহম্মেদ জানান, কেন্দ্র সচিবের কাছে প্রশ্নের একাধিক সেট থাকে এবং এসএমএসে যে সেটের কথা জানানো হয়, সে সেটে পরীক্ষা নেয়া হয়। টংগীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব ৩ নম্বর সেটের পরিবর্তে ১ নম্বর সেটের প্রশ্ন সরবরাহ করেন। তার ভুলের কারণে এ ঘটনা ঘটেছে।

জানতে চাইলে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্নেহাশীষ দাশ বলেন, ‘ঢাকা শিক্ষা বোর্ডে বিষয়টি জানানোর পরে পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্র সচিব মো: হাবিবুর রহমানকে অব্যাহতি দিয়েছেন। সহকারী কেন্দ্র সচিব দায়িত্ব পালন করবেন।’

‘কেন্দ্র সচিবের অসাবধাণতার জন্য একটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে’ উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি স্নেহাশীষ দাশ বলেন, ‘বোর্ড নিশ্চিত করেছে যে কোনো পরীক্ষার্থীর সমস্যা হবে না। বোর্ড আলাদা করে খাতা পাঠাতে বলেছে।’ তিনি আরো বলেন, ‘ভুল সেটে পরীক্ষা দেয়া খাতাগুলো বোর্ড আলাদা করে মূল্যায়ণ করবে বলে জানিয়েছে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর