Header Border

ঢাকা, মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৩.৯৬°সে

মহান ভাষা দিবসেও দলবাজি হয়েছে : মোশাররফ

সময় সংবাদ রিপোর্টঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়ে দলবাজির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, ‘আমরা সকাল সাড়ে ৭টায় বলাকা ভবনের সামনে থেকে প্রভাত ফেরি শুরু করে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ৮টা থেকে দাঁড়িয়ে আছি। পৌনে পাঁচ ঘণ্টা অপেক্ষা করে মূল বেদির কাছে আসতে পেরেছি। এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, এটা তাদের ব্যর্থতা। এখানে দলবাজি হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারিতে আজকে দলবাজি হয়েছে। এটা অত্যন্ত দুখঃজনক। আমরা এর প্রতিবাদ করছি। তারা আমাদের ইচ্ছা করে আমাদের বিলম্বিত করেছে। এই দিনে এমনটা করা ঠিক হয়নি।’

মঙ্গলবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে স্বাধীনতার ৫১ বছর পরে যারা দেশ পরিচলনা করছে, তারা গণতন্ত্র ধ্বংস করেছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করেছে।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ছিল, তাই আবারো তা সংশোধন করে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দিতে হবে। অন্যথায় বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দাবি, জনগণের প্রত্যাশা পূরণ করে সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ বাকশাল করেনি এটা হাস্যকর, এর চেয়ে হাস্যকর কথা আর হতে পারে না। তারা বরাবরই ইতিহাস বিকৃতি করেছে।’

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

আরও খবর