Header Border

ঢাকা, রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৬.৯৬°সে

মির্জাগঞ্জে এডহক কমিটি পুনর্গঠন নিয়ে লুকোচুরি। অদৃশ্য ক্ষমতার চাপে সত্য প্রকাশে অনীহা

 

মোঃ আবদুস সালাম হাওলাদার, মির্জাগঞ্জ প্রতিনিধি,সময় সংবাদ লাইভঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ এর এডহক কমিটি পুনর্গঠন নিয়ে লুকোচুরির অভিযোগ পাওয়া গেছে। পুনর্গঠনের লিখিত নির্দেশনা মোতাবেক পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ একজন সরকারি কর্মকর্তাকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট এডহক কমিটি পুনর্গঠন করে সহি স্বাক্ষর করলেও চিঠিটি সংশ্লিষ্ট সমিতি সহ কোন দপ্তর কে অদ্যবধি জানানো হয়নি। এমনকি এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন জেলা সমবায় অফিস। তাঁরা অলৌকিক ইশারায় কমিটি পুনর্গঠনের চিঠিটি জনসম্মুখে প্রকাশ করতে পারছেন না। একটি গোপন সূত্রে চিঠিটি মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের হাতে এসে পৌঁছেছে।গত ২৫ মে মঙ্গলবার পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তার অফিস থেকে এডহক কমিটি পুনর্গঠন করে একটি চিঠি স্বাক্ষরিত হয়। জেলা সমবায় অফিসার জনাব মোঃ হারুন অর রশীদের স্বাক্ষরিত চিঠিতে জনাব মোহাম্মদ নাজমুল হাসান, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, পটুয়াখালী কে সভাপতি এবং পূর্বের কমিটির মোঃ আবদুল বারেক হাং ও মোঃ ফরিদ আহম্মেদ কে সদস্য করে ৩(তিন) সদস্য বিশিষ্ট এডহক কমিটি পুনর্গঠন করা হয়েছে। চিঠিতে যুগ্মনিবন্ধক, বিভাগীয় সমবায়ের কার্যালয়, বরিশাল মহোদয়ের ২৩ মে ২০২১ খ্রিঃ তারিখের সমবায় সমিতি আইন ২০০১ এর সংশোধীত আইন ২০০২ ও ২০১৩ এর ১৮(৫) ধারা মোতাবেক এডহক কমিটি পুনর্গঠনের নির্দেশনা সংক্রান্ত লিখিত আদেশের উদ্ধৃতি উল্লেখ করা হয়। এডহক কমিটি পুনর্গঠনের চিঠির সত্যতা স্বীকার করে জেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ উপরের চাপে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে সমিতির সদ্য বিদায়ী সভাপতি ও কমিটি পুনর্গঠন চেয়ে সংক্ষুব্ধ পক্ষের আবেদনকারী মোঃ মনিরুজ্জামান হাওলাদার সময় সংবাদ লাইভকে বলেন, যেভাবেই হোক জেলা সমবায় কর্মকর্তা কর্তৃক এডহক কমিটি পুনর্গঠনের নির্দেশনা সম্বলিত চিঠিটি আমাদের হস্তগত হয়েছে। আশা করি, আমরা ন্যয় বিচার পাব, নইলে আমরা আদালতের শরণাপন্ন হব।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন

আরও খবর