Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

 মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

সময় সংবাদ রিপোর্টঃ  ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন “মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম,ঢাকা”কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী ও সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সাবেক সদস্যদের মধ্যে ৪১তম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্তদের সম্মাননা দেওয়া হয়। এসময় অতিথিরা সুন্দর আয়োজনের জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার তাগিদ দেন। একইসঙ্গে এলাকার উন্নয়ন, অগ্রগতিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করার ওপর জোর দেন। ইফতারে সংগঠনের বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মির্জাগঞ্জের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

সংগঠনের সভাপতি নাজমুস শাহাদত সাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহিবুল হাসানের সঞ্চালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, এসিআইয়ের পরিচালক কৃষিবিদ বশির আহমেদ, সুবিদখালী সরকারি কলেজের সাবেক শিক্ষক অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, এশিয়ান টিভির জেনারেল ম্যানেজার শাহ রেজাউল মাহমুদ, কনসালটেন্ট, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ডা. সাইফুল আজম রঞ্জু, সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মনিরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্টুডেন্ট’স ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট আবু তালেব, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল সিকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজদিখান থানা মো. মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাইফুল আজম রঞ্জু, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হাসান সবুজ, সংগঠনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট খলিলুর রহমান,‌ কণ্ঠশিল্পী প্রদীপ্ত বাপ্পী, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুজন শিকদার, মির্জাগঞ্জ উপ‌জেলা ছাত্রলীগের সা‌বেক সভাপ‌তি মো. সোহাগ মৃধা, চিত্রনায়ক ইভান সাইর, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত সাহা, ‌মির্জাগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক রা‌কিব মৃধা প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর