Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩০.৬৭°সে

মুকুলের ভারে নুয়ে পড়েছে আম বাগানগুলো

সময় সংবাদ রিপোর্ট: সাতক্ষীরার আম বাগানগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। তবে সম্প্রতি বৃষ্টির কারণে হিমসাগর ও গোবিন্দভোগ আমগাছে তুলনামূলক মুকুল ফুটেছে কম। তবে কৃষি বিভাগের আশা, এবারও আম রপ্তানি করে লাভবান হবে বাগান মালিকরা।মুকুলে মুকুলে ছেয়ে আছে গাছ। মৌ মৌ গন্ধে ভরে গেছে চারপাশ।সাতক্ষীরার সদর, তালা, কলারোয়া দেবহাটা উপজেলায় সর্বাধিক আমের বাগান রয়েছে। এবারও সাতক্ষীরার হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ ও আম্রপালি বিদেশে রফতানি উদ্যোগ নিয়েছেন বাগান মালিকরা। ২০০ বাগানে রফতানিযোগ্য বিষমুক্ত আম চাষ করা হচ্ছে। প্রতিটি আম গাছে পর্যাপ্ত মুকুল এসেছে। তবে সম্প্রতি বৃষ্টির কারণে হিমসাগর ও গোবিন্দভোগ আম গাছে তুলনামূলক মুকুল ফুটেছে কম। গাছে আসা পর্যাপ্ত আমের মুকুল ধরে রাখতে পরিচর্যায় ব্যস্ত সময় বাগানের শ্রমিকরা। যে মুকুল এসেছে তা পরিচর্যা করেই গতবারের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা বাগান মালিকদের।

 

এদিকে রফতানিযোগ্য বিষমুক্ত আম উৎপাদনে প্রশিক্ষণপ্রাপ্তরা উৎপাদন ভাল হবে বলে জানান কর্মচারী ও ব্যবসায়ী আমবাগান মালিক।এবারও আম রপ্তানি করে লাভবান হবে বাগান মালিকরা। তাই উৎপাদন ধরে রাখতে বাগান পরিষ্কার রেখে ৩ থেকে ৪ বার গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে গরমের সময় গাছের গোড়ায় পানি দেওয়ার পরামর্শ সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপপরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম।কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে, জেলার ৪ হাজারের বেশি হেক্টর জমির বাগানে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। এর মধ্যে প্রায় দুই হাজার মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর