Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

মেয়র পদে প্রধানমন্ত্রীর চাচাকে সকল প্রার্থীর সমর্থন

সময় সংবাদ রিপোর্ট : আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়েছেন সকল মেয়রপ্রার্থী।১১ জন মেয়রপ্রার্থীর মধ্যে সর্বশেষ রোববার (১২ জুন) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ দিদারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ইচ্ছা ও সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।এর আগে বিকেল সাড়ে ৩টায় আরেক মেয়রপ্রার্থী পৌরসভার প্রাক্তণ মেয়র কাজী লিয়াকত আলী নিজ বাসবভনে এক সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমাদের প্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশিত পথে এই গোপালগঞ্জের সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তাদের নির্দেশনা নিয়েই আমি বিগত ৫ বছরে গোপালগঞ্জ পৌরসভার রাস্তাঘাট প্রশস্তকরণ, পৌর কমিউনিটি সেন্টার, আধুনিক মার্কেট, সুপেয় পানির ব্যবস্থাসহ প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। তাদের দু’জনেরই (শেখ হাসিনা ও শেখ সেলিম) চাচা হন শেখ রকিব হোসেন। সুতরাং তিনি মেয়র নির্বাচিত হলে গোপালগঞ্জ পৌরসভা আরও উন্নয়ন হবে।

এর আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন- জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম (বদর), জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরী (পপা), জেলা যুবলীগ সভাপতি জি এম সাহাব উদ্দিন আজম, শ্রমিক লীগ নেতা মোঃ রেজাউল হক সিকদার (রাজু), ব্যবসায়ী দিলীপ কুমার সাহা (দিপু), বিশিষ্ট ব্যবসায়ী এস এম নজরুল ইসলাম ও মোঃ আবুল ফাত্তাহ্।উল্লেখ্য, এবারের গোপালগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ কোন দলীয় মনোনয়ন না দেওয়ায় সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর ইচ্ছা ও সমর্থনের কথা জানতে পেরে তারা তার প্রতি সম্মান জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

আরও খবর