Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

মোংলা বন্দরে বিদেশি জাহাজের নাবিকের মৃত্যু

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ  মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়ায় অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী এমভি এইচ আর রেবিলেশন নামক একটি বাণিজ্যিক জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। গতকাল ২৪ অক্টোবর, শনিবার সন্ধ্যার পর কর্তব্যরত অবস্থায় জাহাজে ওই নাবিকের মৃত্যু হয়।

খবর পেয়ে পোর্ট হেলথের চিকিৎসক জাহাজটিতে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। জাহাজ থেকে তার লাশ নামিয়ে সুরতহালের জন্য মোংলা থানায় আনা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মোংলা বন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার আসিফ।

মেশিনারী পণ্য নিয়ে জাহাজটি গত ২২ অক্টোবর মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১ নম্বরে ভিড়ে। ওই জাহাজটিতে সেকেন্ড অফিসারের দায়িত্বে ছিলেন রোমানিয়ার নাগরিক ভ্যারল তায়ের। শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোনো সময়ে জাহাজেই তার মৃত্যু হয়।

জাহাজের অন্যান্য নাবিকেরা বিষয়টি জানার পর পোর্ট হেলথের চিকিৎসকদের খবর দেন। পরে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে কিংবা কীভাবেই বা তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আরও খবর