সময় সংবাদ রিপোর্টঃ সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নাঈম (১২) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদী থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করেন রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শনিবার বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে দুপুরে সে নিখোঁজ হয়। মৃত নাঈম উপজেলার চন্দনগাঁতি গ্রামের নূরনবীর ছেলে। সে সরকারি সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ফায়ার ফাইটার মুমিনুর রহমান জানান, ছাত্রটি নিখোঁজ হওয়ার পর রাজশাহী ফায়ার স্টেশনের ডুবুরি দল ও বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে রোববার সকালের দিকে ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এম/পি..