Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৫°সে

যুক্তরাষ্ট্র পাশে থাকবে কি-না, জানতে চায় ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সময় সংবাদ রিপোর্ট : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ওয়াশিংটন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) বৈঠকে মিলিত হবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে রোববার (৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি।এদিন ওয়াশিংটন ডিসিতে পৌঁছে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।বৈঠকের বিষয়বস্তু কী থাকছে–এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বরাবরের মতো ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে কি-না, সে বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হবে।এ ছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে বিনিয়োগ প্রসারে পোশাক শিল্পের ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়ার জন্যও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কিছুটা দূরত্ব তৈরি হলেও এ বিষয় নিয়েও কথা বলার ইঙ্গিত দেন তিনি।বৈঠকে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর