Header Border

ঢাকা, সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

রাজধানীতে বিভিন্ন এলাকায় ছাত্রদলের বিক্ষোভ

সময় সংবাদ রিপোর্টঃ  তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রামপুরা আবুল হোটেল থেকে কেন্দ্রীয় নেতারা মিছিল বের করেন। মিছিলটি রামপুরা কাঁচাবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি রাফিজুল ইসলাম রফিজ, যুগ্ম সম্পাদক ইউনুস আলী রাহুল, মারজুক আহমেদ, সালেহ মোহাম্মদ আদনান, এজিএস মীর ইমরান হোসেন মিথুন, আবুল হোসেন আশিক।

এ ছাড়া এদিন সকালে তেজগাঁও কলেজ ছাত্রদলের উদ্যোগে বাংলামোটর থেকে মগবাজার ফ্লাইওভার পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। কাটাবন-নীলক্ষেত এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রাজধানীর খিলগাঁও থানার সম্মুখে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এর পর সড়ক অবরোধ করে পিকেটিং করেন নেতাকর্মীরা। বিক্ষোভ ও পিকেটিংয়ের নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল।

এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ফিজিওথেরাপিস্ট মহসিন হোসেন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. মমি, ডা. মুশফিক, ডা. প্রিন্স, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাসেল হোসাইন, খন্দকার আমান, মিরাজ হোসেন, সুমন ইকবাল, আশরাফুল আসাদ, সিয়াম, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয় প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকালে ধানমন্ডির রাইফেল স্কয়ারের পাশ থেকে শুরু করে স্টার হোটেল পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আক্তারুজ্জামান আক্তার, নাছির উদ্দীন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল ইসলাম রিয়াদ, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহম্মেদ, সহ সাংগঠনিক মো. শাখাওয়াত আলী সুজার, সহছাত্রীবিষয়ক সম্পাদক  জান্নাতুল ফেরদৌস নাসরিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশেদুল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন, বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন, তেঁজগাও কলেজ ছাত্রদলের সহসভাপতি ওবায়দুল হক সানি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক উর্মি আক্তার ভূঁইয়া, হাতিরঝিল থানার সদস্য সচিব মেহেদী হাসান মিম প্রমুখ। মিছিল শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ  অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আরও খবর