সময় সংবাদ রিপোর্টঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের একটি ডোবায় বস্তাবন্দি মানুষের মাথার খুলি ও হাড়গোড় পেয়েছে স্থানীয়রা।বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নান্দিয়ারা গ্রামের শাহরাস্তি সড়কের উত্তর পাশের ডোবায় বস্তাটি পাওয়া যায়।
স্থানীয়রা জানিয়েছে, বুধবার বিকেলে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা বস্তাটি দেখতে পায়। বস্তা খুলে তারা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের ধারণা যে নীল রঙের টি-শার্ট পরিহিত কোনো ব্যক্তির কঙ্কাল হতে পারে এটি। টি-শার্টের বুক পকেটে একটি চিরুনি পাওয়া গেছে। রশি দিয়ে কয়েকটি ইটের সাথে বস্তাটি বাঁধা ছিল। পাশেই আরো একটি বস্তা রয়েছে, ভয়ে তারা ওই বস্তার মুখ খোলেনি।
স্থানীয়রা মনে করছে, কঙ্কালের ব্যক্তিকে হত্যা পর লাশ বস্তায় ভরে ইটের সাথে বেঁধে এ ডোবাতে ফেলা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘একটি কঙ্কাল পাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’