Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.০১°সে

শারদীয় দুর্গাপূজায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‌্যাবের হেলিকপ্টার

*সময় সংবাদ লাইভ রির্পোটঃ শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, এবারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে নাশকতা ও হামলা মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার। গতকাল সোমবার দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাদি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
র‌্যাব মহাপরিচালক বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য র‌্যাব ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারি করোনার প্রকোপ চলছে। স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এ জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এ বছরও র‌্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব। সবধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। র‌্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশ নেবে। এ সময় র‌্যাব মহাপরিচালক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। র‌্যাব মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বীদের স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করার উপদেশ দেন এবং পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতির উদ্ভব যাতে না হয় সে ব্যাপারে র‌্যাবের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক র‌্যাব-১, পরিচালক (লিগ্যাল ও মিডিয়া উইং) এবং র‌্যাব সদর দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন নজরদারি চালিয়ে যাচ্ছে আইনশৃক্সক্ষলা বাহিনী। এ জন্য তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এছাড়া মোতায়েন রয়েছে র‌্যাবের ডগ স্কোয়াড। র‌্যাবের একটি টিম ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকার নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে তল্লাশি করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানার একজন কর্মকর্তা জানান, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে সবাইকে চেক করা হচ্ছে। কোনো ধরনের ঝুঁকি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করতে সবগুলো সংস্থা কাজ করছে।
এরআগে রোববার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহা.শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় রয়েছে। নিরাপত্তা বিষয়ে পুলিশ তেমন ঝুঁকি না দেখলেও শঙ্কার কথা একেবারে উড়িয়ে দিচ্ছে না। তাই অনলাইনে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডপের আশপাশে সাদা পোশাকের কর্মকর্তা, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও র‌্যাব সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। সবার প্রতি আমার অনুরোধ এ উৎসবে কোনোভাবেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করা যাবে না। আপনারা স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে আসবেন। যারা বয়স্ক এবং টিকা নেননি, তাদের পূজামণ্ডপে না আনার অনুরোধ করছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর