Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৮.২৮°সে

শিবচরে ইফতারের পরপরই স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নিহত আয়শা বেগম

সময় সংবাদ রিপোর্ট : মাদারীপুরে পারিবারিক কলহের জেরে আয়শা বেগম (৩০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রেজ্জেক তালুকদারের (৪০) বিরুদ্ধে।সোমবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আয়শা বেগম দুই সন্তানের জননী। তার স্বামী রেজ্জেক তালুকদার ব্যাটারিচালিত ইজিবাইক চালক এবং চরশ্যামাইল গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে।পুলিশ জানায়, রেজ্জেক তালুকদারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো স্ত্রী আয়শা বেগমের। সোমবার ইফতারের পর তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রেজ্জেক। স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে গুরুতর অবস্থায় আয়েশাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে আয়েশার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ঘটনার পর পরিবারের লোকজন পলাতক রয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর