সময় সংবাদ লাইভ রির্পোটঃবাকেরগন্জ উপজেলার অন্তর্গত ১৩নং পাদ্রী শিবপুর ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে বড় রঘুনাথপুর ছালেহিয়া দাখিল মাদ্রসায় ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।ভোটার উপস্থিতি ছিল ব্যাপক।ভোটাররা খুবই উচ্ছ্বসিত ছিল এবং তাদের নিজেদের মত ভোট দিতে পেরেেছে।এতে প্রার্থীদেরও কোন অনিয়মের অভিযোগে নেই।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে।
বিকাল ৬টার সময় ফলাফল ঘোষণা করা হয়।চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হাসান(বাবু) নৌকা মার্কা পেয়েছে ৯৮৬ ভোট, হাতপাখা মার্কা মাওলানা মোহাম্মদ আবুল হোসেন খান পেয়েছেন ২২৩ভোট।
মেম্বার পদপ্রার্থী ছিলেন মোঃরফিকুল ইসলাম তালা মার্কা বিজয়ী হয় ৭৪০ ভোট পেয়ে এবং নিকটতম মেম্বার প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া হিরণ খলিফা মোরগ মার্কা পেয়েছেন ৪৬৩ ভোট. মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে মোসাঃ রেণু বেগম উড়োজাহাজ মার্কা পেয়েছেন১৬২ ভোট,মোসাঃলিলি বেগম মাইক মার্কা পেয়েছেন ৫৬৪ ভোট,মোসাঃসালমা আক্তার বই মার্কা পেয়েছেন ১৩৫ ভোট,মোসাঃনাছিমা বেগম কলম মার্কা পেয়েছেন ১৮৫ ভোট, এছাড়াও মোসাঃ নাছিমা বেগম সূর্যমুখী মার্কা পেয়েছেন ১২০ ভোট।
প্রার্থীরাও তাদের ফলাফল শুনে খুশি.কোনো সহিংসতার পরিবেশ তৈরি হয়নি এবং সুষ্ঠভাবে নিরপেক্ষ ভোট হয়েছে .
মোঃকামরুল ইসলাম,স্টাফ রির্পোটার,সময় সংবাদ লাইভ।