Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

সৌদিসহ আজ যেসব দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদ

সময় সংবাদ রিপোর্টঃ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই ঈদ নিয়ে প্রতিবছরই মানুষের মধ্যে একটু কৌতূহল থাকে। কারণ চাঁদ দেখার উপর নির্ধারিত হয় ঈদ। কয়েকদিন ধরে সৌদিতে কবে হবে ঈদ তা নিয়েও ছিল কৌতূহল। তবে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। আজ সৌদিতে উদ্‌যাপিত হচ্ছে ঈদ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। একে একে এ তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ আরও অন্তত ১৪টি দেশ।

প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, সৌদি আরবে ২০ এপ্রিল রমজান মাসের শেষ দিন। শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

আজ ঈদ উদযাপন করছে যেসব দেশ

সৌদি আরব: বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটির বাসিন্দারা।

কাতার: বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার পর কাতার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।

সংযুক্ত আরব আমিরাত: সৌদি আরবের মতো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

কুয়েত: কুয়েতের শরিয়া ভিশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে দেশটিতে।

বাহরাইন: দেশটির শরিয়া ভিশন কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সেখানে।

লেবানন: শুক্রবার ঈদ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবানন।

ফিলিস্তিন: শুক্রবার ঈদ উদযাপন করছে ফিলিস্তিন।

জর্ডান: জর্ডান শুক্রবার ঈদ উদযাপন করছে।

ইয়েমেন: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও শুক্রবার উদ্‌যাপিত হচ্ছে ঈদুল ফিতর।

মিশর: মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে বৃহস্পতিবারই ছিল রমজান মাসের শেষ দিন।

ইরাক: শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ইরাকের সুন্নি এনডোমেন্ট অফিস।

আলজেরিয়া: উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে।

সিরিয়া: সিরিয়া জানিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।

তিউনিশিয়া: শুক্রবার ঈদের আনন্দে মেতেছেন তিউনিশিয়ার বাসিন্দারা।

সুদান: উত্তর আফ্রিকার আরেক দেশ সুদানেও ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার।

এদিকে শুক্রবার ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামীকাল শনিবার। এছাড়াও শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের আরও ৮ দেশ। দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর