Header Border

ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

সৌদি পৌঁছেছেন ৪৪ হাজারের বেশি হজযাত্রী

সময় সংবাদ রিপোর্ট : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বুধবার (২৯ জুন) সকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ২৩৩ বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন; আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৪৮ জন।মোট ১২৩টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭০টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬টি।এর আগে গত ৫ জুন শুরু হয় চলতি বছরের হজ ফ্লাইট।

এদিকে চলতি মৌসুমে সৌদিতে গিয়ে এ পর্যন্ত ৭ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ২ জন। যাদের ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। বার্ধক্যের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে সার্ভিস সংখ্যা ১৩ হাজার ২৬৬টি, চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ৮ হাজার ৯০৫টি, মোট ইস্যু করা ভিসা ছিল ৯৪ দশমিক ৫৯ শতাংশ। যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৮ দশমিক ৪২ শতাংশ ও বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ছিল ৯৪ দশমিক ৩১ শতাংশ। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আরও খবর