Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.১৪°সে

স্কুল খুলতে তালেবানকে বাধ্য করার কৌশল বাতলে দিলেন মালালা

শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই

সময় সংবাদ রিপোর্ট: আফগানিস্তানে নারীদের সম-অধিকার নিয়ে আবার সোচ্চার শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তালেবানকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন তিনি।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শনিবার (২৬ মার্চ) কাতারের রাজধানী দোহায় কাতার ফোরামে অংশ নিয়ে আফগানিস্তান ইস্যুতে কথা বলার একপর্যায়ে এ কথা বলেন তিনি। এ সময় শুধু মেয়ে বলে শিক্ষা থেকে তাদের বঞ্চিত করা অন্যায় বলেও উল্লেখ করেন মালালা।তিনি বলেন, তালেবান তাদের দেওয়া কথা রাখেনি। স্কুল খুলে দিয়ে তা আবার এভাবে বন্ধ করে দেওয়ায় মেয়েগুলো স্কুলের গেটের সামনে দাড়িয়ে কেঁদেছে। তালেবান এটা ঠিক করেনি। তবে মেয়েদের স্কুল খোলার জন্য তালেবানকে বাধ্য করতে একটি কৌশল অবলম্বন করা যেতে পারে, আর তা হলো, শর্ত দেওয়া–মেয়েদের স্কুলে যেতে দিলেই তারা (তালেবান) আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।এর আগে, গত ১৭ মার্চ আফগান শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২৩ মার্চ প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছেলেমেয়ে সবার স্কুল খুলে দেওয়া হবে। কিন্তু সেদিন স্কুল খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার বন্ধ ঘোষণা করা হয়।পরে ২৪ মার্চ দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি আইন ও আফগান সংস্কৃতি অনুসারে পরিকল্পনা প্রণয়ন না হওয়া পর্যন্ত মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল বন্ধ থাকছে। তবে কবে আবার তা খুলে দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর