Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৪৬°সে

‘স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত আসলে চট্টলাবাসী প্রতিহত করবে’

সময় সংবাদ রিপোর্টঃ     চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের চলমান উন্নয়নযজ্ঞ ঠেকাতে সক্রিয় অপশক্তি স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত করলে চট্টলাবাসী প্রতিহত করবে। বুধবার (২৬ এপ্রিল) চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে অংশ নেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, কাউন্সিলর জহর লাল হাজারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, নুরুল আজম রনি, জাকারিয়া দস্তগীর প্রমুখ। এরপর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ব্রিটিশ শাসনামল থেকে প্রতিটি ঐতিহাসিক প্রতিরোধের নেতৃত্ব দিয়েছে চট্টলাবাসী। একাত্তরের মুক্তিযুদ্ধ কেবল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল না, এ যুদ্ধ ছিল আমাদের সাংস্কৃতিক স্বতন্ত্র রক্ষার যুদ্ধও। আজও এ যুদ্ধ চলমান। আর এ যুদ্ধে আমাদের জিততেই হবে। উৎসবে চট্টলাবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে কাজ করছি, তাদের মনে রাখতে হবে পাকিস্তানের প্রেতাত্মারা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র ঠেকাতে বীর চট্টলাবাসীকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু বাংলাদেশকে বেহাত হতে দেব না।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর