Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৬১°সে

হেফাজতের আন্দোলনের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই: ফখরুল

সময় সংবাদ লাইভ রির্পোটঃ– জনগণের দাবি আদায়ের যেকোনো আন্দোলনে বিএনপির সমর্থন আছে এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, হেফাজতের আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার বিকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে জারি করা ১৮ দফা নির্দেশনা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণ অনেক বাড়ছে। কিন্তু সরকার তাদের উৎসব ঠিকই পালন করেছে। বিদেশি মেহমানরা চলে গেছেন। যেহেতু এখন উৎসব শেষ হয়েছে পালন করেছে এখন নির্দেশনা দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, করোনার ভয়ংকর পরিস্থিতির কথা জেনেও তথ্য গোপন করে সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠান করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, এখন যে ১৮ দফা নির্দেশনা দেয়া হলো এখানে সরকারের উদ্যোগটা কোথায়? সরকারের একটা মন্ত্রণালয় আছে তারা ঠিকভাবে প্রচার-প্রচারণা কি চালাতে পেরেছে।

সময় সংবাদ লাইভ /৩০মার্চ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
মব জাস্টিসের নামে কোন কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি : রিজভী
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
তারেক রহমান দেশে ফিরে গুলশান-২ এর এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন
দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

আরও খবর