সময় সংবাদ রির্পোট: ডাকাতির মামলায় ২০০১ সালে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ফেনী জেলা ও দায়রা জজ আদালত। ওই রায়ের পর আসামি জামাল উদ্দিন এলাকা থেকে পালিয়ে পরিচয় গোপন করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন। দীর্ঘ ২১ বছর পালিয়ে ছিলেন জামাল উদ্দিন (৪৫)। তবে শেষরক্ষা হয়নি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের এই বাসিন্দা।
মঙ্গলবার (২৪ আগস্ট) চট্টগ্রামের চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। বুধবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম সময় সংবাদ লাইভকে জানান, ২০০০ সালে সোনাগাজী মডেল থানায় দায়ের করা ডাকাতি মামলার আসামি জামাল উদ্দিনকে ফেনী জেলা ও দায়রা জজ আদালত ২০০১ সালে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ওই রায়ের পর তিনি এলাকা থেকে পালিয়ে পরিচয় গোপন করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন।
চট্টগ্রাম শহরের চাঁদগাঁও এলাকায় ডেকোরেশন শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এম/পি…