Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৭৮°সে

১৭ বছরের সাজা, ২১ বছর ধরে পলাতক অবশেষে পুলিশের হাতে ধরা

জামাল উদ্দিন

সময় সংবাদ রির্পোট: ডাকাতির মামলায় ২০০১ সালে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ফেনী জেলা ও দায়রা জজ আদালত। ওই রায়ের পর আসামি জামাল উদ্দিন এলাকা থেকে পালিয়ে পরিচয় গোপন করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন। দীর্ঘ ২১ বছর পালিয়ে ছিলেন জামাল উদ্দিন (৪৫)। তবে শেষরক্ষা হয়নি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের এই বাসিন্দা।

মঙ্গলবার (২৪ আগস্ট) চট্টগ্রামের চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। বুধবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম সময় সংবাদ লাইভকে জানান, ২০০০ সালে সোনাগাজী মডেল থানায় দায়ের করা ডাকাতি মামলার আসামি জামাল উদ্দিনকে ফেনী জেলা ও দায়রা জজ আদালত ২০০১ সালে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ওই রায়ের পর তিনি এলাকা থেকে পালিয়ে পরিচয় গোপন করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন।

চট্টগ্রাম শহরের চাঁদগাঁও এলাকায় ডেকোরেশন শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এম/পি…

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ
মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও খবর