Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৬১°সে

২০২৩ সালে নির্ধারিত সময়ে এসএসসি গ্রহণের পরিকল্পনা

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি)

সময় সংবাদ রিপোর্ট: আগামী জুনে চলতি বছরের এসএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড। আর ২০২৩ সাল থেকে নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে। তবে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি। মানবণ্টনে পরিবর্তন এনে হলেও সব বিষয়েই পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষা গবেষকদের।কোভিড-১৯ এর কারণে আবশ্যিক বিষয় বাদ দিয়ে শুধু নৈর্বাচনিক বিষয়ে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করা হয়েছে।প্রতিনিয়ত বাড়ছে কোভিড সংক্রমণের হার। তাই চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। তবে আগামী জুনে এসএসসি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বোর্ড।

বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ বলেন, জুনের দিকে হয়তো এসএসসি পরীক্ষা নেওয়া হতে পারে। যেহেতু আমরা সবদিক থেকে পিছিয়ে পড়েছি তাই এখন আমাদের টার্গেট ২০২৩ সালে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা।বোর্ড বলছে, সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি।অধ্যাপক নেহাল আহমেদ বলেন, বিষয় ম্যাপিং এ অনেক ছাত্রছাত্রী এসে বলে স্যার আমার তো জেএসসিতে দুইটা বিষয় খারাপ হয়েছিল কিন্তু এবার তো আমার প্রস্তুতি ভালো। এ ধরনের সংকট হয়, তারপরও যদি আমরা সবগুলো বিষয় নিতে পারি সেটা ভালো হবে। আমি এখনি বলছি না যে নিতেই পারব।তবে শিখন ফলের ঘাটতি এড়াতে মানবণ্টনে পরিবর্তন ও সময় কমিয়ে এনে হলেও সব বিষয়েই পরীক্ষা গ্রহণের পরামর্শ শিক্ষা গবেষকদের।শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এখন যদি কেবল কয়েকটা বিষয়ে পরীক্ষা হয় বাকিগুলো পরীক্ষা না হয় তাহলে শিক্ষার্থীরা কিন্তু সেগুলো পড়তে চাইবে না এবং তাদের কিন্তু শিখন ঘাটতি থেকে যাবে। সময় যদি এখন ৩ ঘণ্টা হয় দেড় ঘণ্টা হোক ওই বিষয়গুলোকে যুক্ত করে নেওয়া হোক। তাহলে মূল্যায়নটা যথাযথ হবে।শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রতিবছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর