Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

৪ আসনে উপ-নির্বাচন : বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

সময় সংবাদ লাইভ রিপোর্ট : আসন্ন চারটি আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম ফরমটি উত্তোলন করেন ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদী। দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সুশৃঙ্খল শো-ডাউন দিয়ে তিনি সকাল ১০টায় বিএনপির নয়াপল্টন অফিসে আসেন।

পরে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে এবারের উপ-নির্বাচনের প্রথম ফরমটি উত্তোলন করেন এ নেতা।

এসময় তার সঙ্গে থাকা নেতা কর্মীদের করোনার স্বাস্থ্যবিধি মেনে নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে সারিবদ্ধ ভাবে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া অন্য আসনগুলোর মনোনয়ন প্রার্থীরা আজ মনোনয়ন ফরম নিবেন।

চারটি আসনের উপ-নির্বাচনের ফরম বিক্রি করছে বিএনপি। ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ডজনখানেক মনোনয়ন ফরম বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ ও আগামীকাল শুক্রবার বিএনপি ফরম বিতরণ ও জমা নিবে। পরশু শনিবার এ চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিবে দলের পার্লামেন্টারি বোর্ড।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস

আরও খবর