সময় সংবাদ লাইভ রির্পোটঃ- ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্য, এটা কোন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৫০ বছরে গণমাধ্যমের অর্জন ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এ আইনের ফলে কোনো গণমাধ্যমকর্মী যাতে অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আরো নজর দেয়া হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে তা অনেক উন্নত দেশেও করে না। এই অবাধ স্বাধীনতার যেন অপপ্রয়োগ না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বিএনপির ব্যর্থতার বিষয়ে মন্ত্রী বলেন, এতো অর্জনের পরও সরকারকে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে বিএনপি।
এর আগে গতকাল সোমবার (২৯ মার্চ) তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, হেফাজতের হামলার পেছনে পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি-জামায়াত। ২৬ মার্চের দিন এ ধরনের ঘটনা, জনগণের সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তির হামলা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর হামলা।
সময় সংবাদ লাইভ /৩০মার্চ