Header Border

ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৫.৯৬°সে

কূটনীতিকদের সঙ্গে রবিবার বৈঠক করবে বিএনপি

সময় সংবাদ রিপোর্ট:রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগামী রবিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, আজ বুধবার এ বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের প্রস্তুতি হিসেবে গত শনিবার দলের কূটনৈতিক উইংয়ের দায়িত্বপ্রাপ্তরা নিজেদের মধ্যে আলোচনাও করেন। কিন্তু শেষ পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় পেছান হয়। কূটনীতিকদের সঙ্গে রবিবারের বৈঠকে জাতীয় নির্বাচন প্রসঙ্গকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে সব রাজনৈতিক দল, মত ও বিশিষ্ট ব্যক্তিদের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশনের আরপিও সংশোধন, বিএনপির গঠনতন্ত্রের বিষয়ে আদালতের হস্তক্ষেপের বিষয়টিকেও তারা সামনে নিয়ে আসতে চান। সম্প্রতি হেফাজতে ইসলামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিথি হওয়া, সরকারের সঙ্গে তাদের সংলাপের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে আলোচনায় নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলের শীর্ষ নেতারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ অসম্ভব হয়ে উঠতে পারে। এর পরিপ্রেক্ষিতে তাদের সামনে আন্দোলনের বিকল্প নেই বলেও বরিবারের বৈঠক থেকে কূটনীতিকদের ইঙ্গিত দেওয়া হতে পারে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর