Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.১৭°সে

বিএনপি নেতারা আক্রমণাত্মক কথা বলে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন : কাদের

সময় সংবাদ রিপোর্ট:বিএনপি নেতারা অবিরাম আক্রমণাত্মক ভাষায় কথা বলে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নেতারা অবিরাম ‘অ্যাগ্রেসিভ’ (আক্রমণাত্মক) মুডে কথা-বার্তা বলছেন, অবিরাম তারা আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন। তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন।’

বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘এসথেটিকা ডারমাটোলজিস্ট’ নামে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠানে যোগদান করার আগে সাংবাদকিদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় ঐক্যফ্রন্টের ব্যাপারেও একই মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা মিলে বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। বিএনপি আজ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে নির্বাচনে সুন্দর পরিবেশটাকে নষ্ট করছে। তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৫শ’ নেতা-কর্মী অবস্থান করবে। বিএনপি-ঐক্যফ্রন্ট কেন্দ্র কেন্দ্রে ৩শ’ থেকে ৫শ’ লোক থাকার অর্থ কি? এখন আমরাও যদি ৩শ’ ৫ শ’ লোক কেন্দ্রে কেন্দ্রে রাখার ব্যবস্থা করি, তাহলে কি হবে? ভোট হবে? না গৃহযুদ্ধ হবে?

এ ব্যাপারে তিনি আরও বলেন, ‘ভোট হবে না সংঘাত হবে, ভোট হবে না ভায়োলেন্স হবে? আমি প্রশ্ন রাখতে চাই। অবিরামভাবে তারা অ্যাগ্রেসিভ ভাষায়, আক্রমণাত্নক ভাষায় কথা বলছে। নির্বাচন, গণতন্ত্র এ সব তাদের ভাষায় নেই। আজকে দেশের জনগণ একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়। তারা অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। বিএনপি নেতারা আক্রমণাত্নক ভাষা ব্যবহার করে নির্বাচনের সুন্দর পরিবেশটাকে নষ্ট করছেন। কেন তারা এমন করছেন?’

নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের কোনো মূল্য নেই বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টে ড. কামালের কানা কড়িও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে। তারেক রহমানের ইশারায়।’

এ সময় বিএনপি ড. কামাল হোসেনদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের অভিযোগ নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এই ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচারণ করছে কিনা সেটা ইসিকে জিজ্ঞেস করুন। নির্বাচন কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে এক প্রশ্নেরেউত্তরে তিনি বলেন, তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে আওয়ামী লীগ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর