Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৬.৯৬°সে

মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে : প্রধানমন্ত্রী

সময় সংবাদ রিপোর্ট:গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আইন এবং প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের মৌলিক অধিকার তার ভোটের অধিকার। মৌলিক অধিকার তার ইচ্ছা যাকে খুশি তাকে তারা ভোট দেবে। গণতান্ত্রিক ধারাটা যেন অব্যাহত থাকে। কারণ গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হবে।’

তিনি বলেন, ‘২০১৪ সালে সকল শত বাধা প্রতিকূলতা পার হয়েও আমরা পুনরায় সরকার গঠন করতে পেরেছিলাম বলে আজ উন্নয়নের সমস্ত সূত্রগুলো দৃশ্যমান।’

শেখ হাসিনা বলেন, ‘যেখানে আমরা ২০০৯ সালে যখন সরকার গঠন করি তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। আর আমাদের তখন প্রবৃদ্ধি পাঁচ ভাগে ঠেকে আছে। খুব স্বাভাবিকভাবে আমাদের জন্য একটা কঠিন সময় ছিল। কিন্তু আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল। কীভাবে আমরা সরকার গঠন করলে কীভাবে কাজ করলে আমরা উন্নতি করবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালকে আমরা ঘোষণা দিই যে ২০২১ এর মধ্যে আমরা বাংদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত করবো। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাব দারিদ্র বিমোচন হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করেছি বলে আজ আমাদের প্রবৃদ্ধি ৭.৮৬ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমরা দারিদ্রকে ২১ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘কিন্তু ২১ সাল পর্যন্ত আমাদের লক্ষ্য যে এই দারিদ্রের হার আরও ৪/৫ ভাগে নামিয়ে আনবো। আমাদের বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার দুইশো মেগাওয়াট থেকে যাত্রা শুরু করেছিলাম ২০০৯। আজকে আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর