Header Border

ঢাকা, শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

খাদ্য বিভাগে দুদকের অভিযানে মিলল দুর্নীতির প্রমাণ

ডেইলি নিউজ রিপোর্ট॥ রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের অফিসে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুর্নীতির চাক্ষুষ প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অনিয়মের দালিলিক প্রমাণও জব্দ করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দফতরে ঠিকাদার নিয়োগে ঘুষ লেনদেন ও দুর্নীতি হচ্ছে। একজন ঠিকাদারের কাছ থেকে দুদক হটলাইনে (১০৬) এমন অভিযোগের ভিত্তিতে অভিযানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক বেনজীর আহমেদের নেতৃত্বে একটি টিম বুধবার এ অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, ঠিকাদার নিবন্ধন পাওয়ার জন্য আবেদন দাখিল করতে গেলে প্রত্যেককে পরিবহন ঠিকাদার সমিতির অফিস থেকে স্লিপ সংগ্রহ করে জমা করতে বলা হয়। নতুবা তাদের কাগজপত্র জমা নেয়া হচ্ছে না। পরিবহন ঠিকাদার সমিতি প্রত্যেক ঠিকাদারের কাছ থেকে এজন্য বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা নিয়ে তাদের নাম ও সিরিয়াল নম্বর লিখে সিল দিয়ে দিচ্ছেন। ওই স্লিপ পাওয়ার পর ঠিকাদাররা খাদ্য নিয়ন্ত্রক অফিসে জমা দিলে তবেই তাদের চুক্তিবদ্ধ করা হয়।

অভিযানে এমন ১৭ ঠিকাদারের নামসহ তিনটি হলুদ স্লিপ উদ্ধার করা হয়। ফরম জমা দিতে আসা একাধিক ঠিকাদারের সঙ্গে কথা বলে প্রত্যেকের কাছে ৩০ হাজার টাকা করে নেয়ার সত্যতা মেলে। ঘটনার সময় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. মনিরুজ্জামান বগুড়ায় একটি প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য ছুটিতে আছেন বলে জানানো হয়।
এছাড়া অন্য কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ঘটনাস্থল থেকে উল্লিখিত তিনটি স্লিপসহ চুক্তিবদ্ধ ঠিকাদারদের তালিকা সংগ্রহ করে দুদক টিম। এ অভিযান প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, শিগগিরই অনুসন্ধান করে এ দুর্নীতির উৎস বের করা হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর