Header Border

ঢাকা, শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৬.৯৬°সে

প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন

ডেইলি নিউজ রিপোর্ট॥  রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (০৮ এপ্রিল) তথ্য মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।
দীর্ঘদিন পদটি খালি থাকার পর গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্বে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
উল্লেখ্য, বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীন কর্মজীবনে তথ্য অধিদফতরের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তাসহ অতিরিক্ত প্রধান তথ্য অফিসার, জাতীয় সংসদের পরিচালকসহ (গণসংযোগ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসেবে নিয়োগ করা হলে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। এর পরই প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্বে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিয়োগ দিয়েছিল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর