Header Border

ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৫.৯৬°সে

‘ কাদের নিয়ে আমি এখন বাঁচব’

সময় সংবাদ লাইভ রিপোর্ট: মা ময়না বেগম ও বোন মুক্তা খানমকে নিয়ে ঢাকায় থাকেন রিফাত। দুদিন আগে বেড়াতে গিয়েছিলেন গ্রামের বাড়ি। আজ সোমবার সকালে তাদের নিয়ে ঢাকা ফিরছিলেন। নিজে বাঁচলেও লঞ্চ ডুবে মারা যান মা ও বোন।

মিটফোর্ট হাসপাতালের মর্গের সামনে শোকে পাগল প্রায় রিফাত সময় সংবাদ লাইভকে বলেন, ‘লঞ্চ ডুবে আমি মরে গিয়েও যদি ওরা (মা-বোন) বেঁচে থাকত। আমি এখন কাদের নিয়ে বাঁচব।’

এ সময় রিফাতকে সান্ত্বনা দেন তার মামা বাবুল মোল্লা। তিনি বলেন, ‘তোমাকে বেঁচে থাকতে হবে। আমরা তো আছি।’

পুরান ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় লঞ্চডুবির এ ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো একটি হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আজকের ঘটনাটি অন্যান্য ঘটনা থেকে একেবারেই আলাদা। আমি সিসিটিভি ফুটেজ দেখেছি এবং দেখার পরে আমার কাছে মনে হয়েছে, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। এটা মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড।’

ঘটনা তদন্তে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘তদন্তের পরে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব। সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দাফনের জন্য ১০ হাজার টাকা এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে এক লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর