Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

বাড়ির সামনেই ইয়াবা বেচতেন মেম্বার, র‌্যাবের হাতে ধরা

সময় সংবাদ লাইভ রিপোর্ট: বাড়ির সামনে মাদক বিক্রির সময় কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ নুরুল আবছার চৌধুরী (৩৫) নামের একজন ইউপি সদস্যকে (মেম্বার) আটক করেছে র‌্যাব। এসময় নুরুল আলম (৫১) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়।

গতকাল ১৩ জুলাই, সোমবার রাত ৮টার দিকে উপজেলার বালুখালী থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

আটক নুরুল আবছার চৌধুরী উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। তার সহযোগী নুরুল আলমের বাড়ি বালুখালী পূর্বপাড়ায়।

র‌্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ছাড়াও ব্যাংকের চেক, তিনটি এটিএম কার্ড ও দুইটি স্বাক্ষরিত স্ট্যাম্প উদ্ধার করা হয়।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, নুরুল আবছার চৌধুরী বসত ঘরের সামনে মাদক বিক্রি করছেন, এমন সংবাদে র‌্যাব সদস্যরা অভিযানে যান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সহযোগীসহ ওই ইউপি সদস্যকে আটক করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

আরও খবর